কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই রাজ্যে
কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। বৃহস্পতিবার এমন নির্দেশই দিল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে এ-ও বলা হল যে, ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যের সব ক’টি জেলায় মোতায়েনের জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানাতে হবে নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে রাজ্যের পাশাপাশি আলাদা আলাদা ভাবে আর্জি জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন এবং বিরোধী দলগুলি। রাজ্য এবং কমিশনের আবেদন ছিল প্রায় একই— পঞ্চায়েত মামলায় হাই কোর্টের আগের রায় ‘পুনর্বিবেচনা’র আবেদন জানিয়ে তারা বলেছিল, আদালত যেন কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত নির্দেশটি আরও এক বার ভেবে দেখে। কারণ, এখনও পর্যন্ত ‘স্পর্শকাতর এলাকা’ চিহ্নিত করা যায়নি। অন্য দিকে, বিরোধী বিজেপি আদালতে জানতে চেয়েছিল, হাই কোর্ট যে অবিলম্বে নির্বাচন কমিশনকে স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলেছিল, তার অর্থ কী? এই সব ক’টি মামলাই একযোগে দুপুর ২টো থেকে শুনতে শুরু করে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বে়ঞ্চ। বিকেল সাড়ে ৩টে নাগাদ শুনানি শেষ হয়। কিন্তু রায়দান স্থগিত রেখেছিল আদালত। সন্ধ্যা সাড়ে ৬টার কিছু পরে এই মামলার রায় ঘোষণা হয়। সেখানেই কমিশনকে সুস্পষ্ট নির্দেশ দিয়ে দেয় আদালত।
Test in English….